ভ্যাকসিন নেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৮:৪০ পিএম

করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। সামাজিক যোগাযোগের একাধিক মাধ্যমে বৃহস্পতিবার সরাসরি সম্প্রচারিত বিবৃতিতে জায়ের বোলসোনারো বলেন, কংগ্রেসের পক্ষে ব্রাজিলিয়ানদের ভ্যাকসিন নেয়ার বিষয়ে সম্মত হওয়া সম্ভব নয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোলসোনারো কভিড-১৯ ভ্যাকসিন নেয়া প্রসঙ্গে বৃহস্পতিবার বলেন, ‘আমি আপনাদের স্পষ্ট করে বলছি, আমি এটা (ভ্যাকসিন) নেব না। এটা আমার অধিকার।’

বিশ্বে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৭১ হাজারের বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। এমনকি ৫৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হলেও করোনাকে ‘সামান্য ফ্লু’ বলে অভিহিত করেছিলেন দেশটির প্রেসিডেন্ট।

গত জুলাইয়ে করোনায় আক্রান্ত হওয়ার পরও করোনাভাইরাস ও এর ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তিকর কথা বলে যাচ্ছেন। সরাসরি সম্প্রচারিত বিবৃতিতে কট্টর ডানপন্থী এই নেতা ফের মাস্ক পরার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh