এবার ‘বাবু খাইছো’ গেয়ে আলোচনায় হিরো আলম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৬:২১ পিএম

গত সেপ্টেম্বরে প্রকাশিত হয় ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান। যা খুব জনপ্রিয়তা পায় তরুণদের মাঝে। ওই সময় ফেসবুক ও ইউটিউবে গানটি প্রকাশ হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এবার বাংলাদেশের বহুল সমালোচিত-আলোচিত হিরো আলম গাইলেন ‘বাবু খাইছো’ গানটি। গানের শিরোনাম দেয়া হয়েছে ‘ডেটিংয়ে যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’। প্রযোজনা প্রতিষ্ঠান এমওএম মিউজিক থেকে গানটি প্রকাশ হয়েছে।

তবে ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছে। 

গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমার ইচ্ছা হলো, আমি গান গাইব। সেটাও করলাম। দর্শকদের গানটি ভালো লাগবে।’

হিরো আলম বলেন, ভবিষ্যতে তিনি আরো গান গাইবেন। আর এসব গানের মিউজিক ভিডিও করবেন। তার যেসব গান আসবে, সেসবের মিউজিক ভিডিওতে তিনিই থাকবেন। এছাড়া একটি অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh