ধুলিদূষণ

মেহেদী হাসান আন্থন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৮:৫৫ এএম

নগরায়নের প্রভাবে বেড়েছে নির্মাণকাজ। কিন্তু সংশ্লিষ্টদের অসচেতনতায় পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। যত্রতত্র ফেলে রাখা নির্মাণসামগ্রী এবং নির্মাণবর্জ্য থেকে সৃষ্টি হচ্ছে প্রচণ্ড ধুলাবালি। যা পথচারীসহ স্থানীয় জনগণ বিশেষ করে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। উপরন্তু শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এছাড়াও রাস্তার ওপর অপরিকল্পিতভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। কাজেই সরকারি বিভিন্ন প্রকল্পসহ ব্যক্তিগত সব স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো উচিত।



 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh