কেউ পছন্দ করছে বোঝার উপায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৯:১৬ এএম

কোনো ব্যাক্তি কাউকে পছন্দ করে। যদি নিজে থেকে জাহির না করে, তা জানা বেশ কঠিন কাজ। আপনি যদি তাকে জিজ্ঞাসা করতে ভয় পান। কিন্তু, তার কিছু আচরণের মাধ্যমে বুঝতে পারবেন যে, তিনি আপনাকে পছন্দ করেন কি না?

যেসব লক্ষণে বুঝবেন-

১. বারবার আপনার কাঁধ ছোঁয়া এবং আলিঙ্গনের চেষ্টা করা।

২. শীতের সময় সোয়েটার বা কোট আদান-প্রদান করা।

৩. আপনি ডেটিং করছেন, এমন ব্যক্তি সম্পর্কে বারবার রসিকতা করা।

৪. প্রায়ই দেখা করার আমন্ত্রণ জানানো।

৫. পছন্দ সম্পর্কে বারবার জিজ্ঞাসা করা।

৬. আপনাকে আকর্ষিত করার জন্য ভিন্ন কিছু করা।

৭. কাছাকাছি থাকলে জোরে জোরে কথা বলা।

৮. পাশ দিয়ে যাওয়ার সময় তার বন্ধুদের সাথে হাসতে শুরু করা।

৯. অনেক জায়গা থাকা সত্ত্বেও আপনার পাশের সিট বেছে নেওয়া।

১০. সময়ের সাথে সাথে আপনার আরো কাছাকাছি চলে আসা।

১১. যখন দুঃখ পান বা বিচলিত হন; তখন সর্বপ্রথম খেয়াল করা।

১২. আপনার ভুল কাজটি সম্পর্কে আপনাকেই জিজ্ঞাসা করা।

১৩. আগ্রহী নন জেনেও বারবার কফিশপে বা সিনেমা দেখতে যাওয়ার আমন্ত্রণ করা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh