করোনায় ভ্রমণে নিরাপদ দেশের তালিকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০২:১০ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২০, ০৬:২৮ পিএম

করোনা মহামারির সময় ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়া। 

সম্প্রতি ভ্রমণপিপাসুদের সেবা দেয়া ইয়েগো ট্রাভেল ব্লগ ওয়েবসাইট এ তালিকা প্রকাশ করে।

তালিকায় অন্যান্য দেশের মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জাম্বিয়া, কিউবা ও সৌদি আরব।

ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোর ভ্রমণ নির্দেশনা পালনের ওপর ভিত্তি করে এ তালিকার শ্রেণিবিন্যাস তৈরি করা হয়। মহামারি নিয়ন্ত্রণে দেশের ভূমিকা, দীর্ঘ সময়ে মহামারি নিয়ন্ত্রণের পরিসংখ্যান, চিকিৎসা ব্যবস্থার সাফল্য, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিআর)-এর পর্যাপ্ততা ও স্বাস্থ্যকর্মীদের মেডিকেল দক্ষতার ওপর ভিত্তি করে এ তালিকা প্রস্তুত করা হয়।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh