মাগুরা যুবদল আহবায়কসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৫:৩৫ পিএম

মাগুরায় শুক্রবার রাতে যুবদল-যুবলীগ হামলা পাল্টা হামলার ঘটনায় জেলা যুবদল আহবায়ক ওয়াশিকুর রহমান কল্লোলসহ ৪২ জনের নামে মামলা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) মাগুরা সদর থানায় যুবলীগকর্মী মারুফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন।

মামলায় আসামিদের বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক আইনসহ নানা অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে মাদক কেনা বেচা ও রাজনৈতিক বিরোধের জের ধরে পরস্পর বিরোধী হামলায় জেলা যুবলীগকর্মী মারুফ হোসেন ও যুবদলকর্মী মাহমুদুর রহমান শান্তি জখম হন।

এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, ‘আসন্ন মাগুরা পৌর নির্বাচন সেখানে আমি মেয়র প্রার্থী। এ কারণে আমি ও আমার নেতাকর্মীদের নামে এ ধরণের মিথ্যা ও হয়রানীমূলক মামলা করা হচ্ছে। শুক্রবারের সহিংসতার সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। এটি সরকারি দলের অভ্যন্তরীণ বিরোধে সৃষ্ট সহিংসতা।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh