কিশোরগঞ্জে হত্যা মামলায় মেয়ের ফাঁসি, মায়ের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৬:৫৭ পিএম

কিশোরগঞ্জে স্কুলছাত্র তোফায়েল হত্যা মামলায় মেয়ে জুয়েনা আক্তারকে ফাঁসি ও তার মা রিনা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রিনা আক্তার আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জুয়েনা আক্তার পলাতক রয়েছেন।  

মামলার অপর আসামি রাসেল ভূঁইয়ার (১২) বয়স হওয়ায় নারী শিশু নির্যাতন দমন আদালতে তার বিচার চলমান আছে। সাজাপ্রাপ্তরা শহরের বত্রিশ এলাকার দুলাল ভূঁইয়ার স্ত্রী ও মেয়ে।  

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ মার্চ শহরের বত্রিশ এলাকায় পূজা দেখতে গিয়ে রিনা আক্তারের ছেলে রাসেল ভূঁইয়ার সাথে একই এলাকার বাসিন্দা আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তোফায়েলের কথা কাটাকাটি হয়। এ সময় তোফায়েলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা। আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা আওলাদ হোসেন বাদী হয়ে ১১ মার্চ কিশোরগঞ্জ সদর থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।  

মামলার তদন্ত কর্মকর্তা এস আই আহসান হাবীব তদন্ত শেষে ৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh