ময়মনসিংহে করোনায় চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ১১:৫৫ এএম

মজিবুর রহমান খান হীরা। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

মজিবুর রহমান খান হীরা। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের প্রখ্যাত গাইনিকোলজিস্ট চিকিৎসক মজিবুর রহমান খান হীরা (৬৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক লক্ষীনারায়ণ।

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন চিকিৎসক মজিবুর। গত দুই সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হলে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরো বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিনি করোনার পাশাপাশি ডেঙ্গু জ্বর ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh