রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০২:৪৬ পিএম

রাজধানীতে পৃথক দুই অভিযানে ২৫ লাখ জাল টাকাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে জাল টাকা তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

শাখাপ্রধান ভিসি ওয়ালিদ হোসেন বলেছেন, গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে তুলে রিমান্ডে নেয়া হবে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে হাতিরঝিল থানা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে কামাল হোসেন, ছেনোয়ারকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে তেজগাঁও গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুর ঢাকা উদ্যানের সামনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মো. সুমন মিয়া, বিল্পব হোসেন, ও রাজিব শিখদার নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, তারা সংঘবদ্ধ হয়ে জাল টাকা তৈরি করে আসছে বিভিন্ন সময়। পরে তা বিভিন্ন স্থানে নিজস্ব লোক মারফত ছড়িয়ে দেয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh