রোদঘুঙুর

হেলাল মহিদীন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৪:৫১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২০, ০৪:৫৩ পিএম

তাকিয়েছি রোদঘুঙুরের চোখে চোখে আয়নাচোখে; 

তবু বিরলবিহারী পাখি চোখালোকে অন্ধ হয়ে গেছি।

পাগলের ভাঁজে ভাঁজে মিলে গেছি মানুষের দাগ

হয়ে। মানুষের ভাঁজে ভাঁজে মিশে দেখি হরিণী আবাদ

রয়ে আমি ফের পাখিদের হাটে ফিরে গেছি। 


আমাকে কি রেখেছিলে কোটরের পাশাপাশি

যেন আমি অশ্রুর রোদে ধুয়ে যেতে পারি?


কোটরেরই কাছাকাছি খুলেখুলে মানুষের ভাঁজ

কী দেখেছি? রোদঘুঙুরের ঢেউখোলা অনুরাগ 

বাধা দুটি পায়ে তোমাকে দেখেছি নিক্কণ পদছাপ

রেখে পৌঁছুলে ভুলে ঘুণপোকা পাথরেরই কাছাকাছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh