সৈয়দপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

উত্তরাঞ্চল প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ১০:০২ পিএম

নীলফামারীর সৈয়দপুরে জমির বিরোধকে ঘিরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। নিহতের নাম ইমরান হোসেন খন্দকার (২৭)।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বাঁশবাড়ী এলাকা এ হত্যার ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে নিজ বাড়িতে দুই ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাই জাকির হোসেন খন্দকার উত্তেজিত হয়ে ছোট ভাই ইমরান হোসেনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা মরণাপন্ন ইমরান হোসেনকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছে।

এ রিপোর্ট পাঠানো পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh