ম্যারাডোনার জন্য পেলের ভালোবাসার চিঠি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০১:০৬ পিএম

ব্রাজিলের ক্যাথলিক খ্রিস্টানরা নিকটজনের মৃত্যুর সাতদিন পর আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান, পালন করেন মৃত্যু শোক, মেলে ধরেন হৃদয়ের আগল। ‘কালো মানিক’ পেলেও ডিয়েগো ম্যারাডোনার জন্য সেরেছেন এই আনুষ্ঠানিকতা। কিংবদন্তি বন্ধুর মৃত্যুর সপ্তম দিনে লিখেছেন আবেগময়, ভালোবাসায় ভরা এক চিঠি।

গতপরশু নিজের স্বীকৃত ফেসবুক পাতায় ম্যারাডোনার সঙ্গে তার বিভিন্ন সময়ের সাতটি ছবি দিয়ে পোস্ট করেছেন এক চিঠি। পাঠকের উদ্দেশে সেই চিঠির বাংলা অনুবাদ-

‘আজ সাত দিন হলো তুমি নেই। বহু মানুষ আমাদের দুজনকে নিয়ে তুলনা করতে ভালোবাসে। তুমি ছিলে এক জিনিয়াস যে দুনিয়াকে বিমোহিত করে রেখেছিল। বল পায়ে এক জাদুকর। সত্যিকারের এক কিংবদন্তি।। কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে, আমার কাছে তুমি হচ্ছ ভীষণ কাছের বন্ধু, একজন বড় হৃদয়ের মানুষ।’

‘আজ, পৃথিবী আরও স্বস্তির হবে যদি আমরা একে অপরের তুলনা বাদ দেই এবং ভক্তি করি। কাজেই আমি বলতে চাই তুমি তুলনাহীন। তোমার পথ ছিল সৎ। তুমি ভালোবাসতে শিখিয়েছিলে। আমরা প্রায়ই বলতাম ‘আমি তোমাকে ভালোবাসি।’ তোমার এত দ্রুত প্রস্থান আমাকে এটা বলতে থামাতে পারছে না যে, “আমি তোমাকে ভালোবাসি, ডিয়েগো।”’

‘আমার প্রিয় বন্ধু। অশেষ ধন্যবাদ পুরো যাত্রাপথে। একদিন, স্বর্গে আমরা একই দলে ফুটবল খেলব। এবং প্রথমবারের মতো গোল না করেও আমার মুষ্টি আকাশে তুলে ধরব। কারণ আরও একবার তোমাকে আলিঙ্গন করতে পারব।’

গত ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে জীবন থেকে বিদায় নেন ফুটবলের রোমাঞ্চকর নাম ম্যারাডোনা। তার মৃত্যুতে কাতর হয়ে পড়ে গোটা ক্রীড়াজগত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh