ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০১:৩৯ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০, ০১:৪৯ পিএম

ব্রাজিলে ২০ মিটার উঁচু সেতু থেকে একটি বাস রেলসেতুর ওপর আছড়ে পড়লে অন্তত ১৭ জন নিহত ও আরো ২৭ জন আহত হয়।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাইনাস গেরাইস রাজ্যের জোয়াও মনলিভাদে শহরে গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির ফায়ার বিভাগ বলছে, পড়ে যাওয়ার আগেই বাস থেকে চালকসহ ছয়জন বেরিয়ে আসতে সক্ষম হয়। ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যায় আরো পাঁচজন।

এক ভিডিওতে দেখা যায়, ব্রিজ থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনে পড়ে আছে বাসটির ধ্বংসস্তূপ। কাছেই একটি জলাধার। বাসটি থেকে ধোঁয়া উড়ছিল।  

দেশটির পরিবহন কর্মকর্তারা বলছেন, ব্রাজিলে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে ৩০ হাজার লোক মারা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh