পদোন্নতি পাচ্ছেন ৬ হাজারের বেশি শিক্ষক (তালিকাসহ)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০২:৪১ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০, ০৭:২৫ পিএম

সরকারি স্কুল শিক্ষকদের পদোন্নতি আটকে ছিলো দীর্ঘদিন। সম্প্রতি সে জটিলতা কেটেছে। আর তাতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষকের পদোন্নতির সুখবর দেয়া হয়েছে।

এসব শিক্ষকদের অন্তর্ভুক্ত করে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

খসড়া তালিকায় যেসব শিক্ষকদের নামের পাশের মন্তব্য কলামে এসিআর নেই বলে মন্তব্য আছে তাদের এসিআর উপপরিচালকের কাছে রেজিস্ট্রার ডাক যোগে পাঠাতে বলা হয়েছে।

এসিআর ছাড়া অন্যকোন ভুল যেমন, নিয়োগ ও যোগদানের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, বিএড পাসের তারিখ সংক্রান্ত আপত্তি থাকলে বা খসড়া তালিকা নাম না থাকলে প্রমাণক কাগজপত্রসহ ইমেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

আর তালিকার কোন শিক্ষক মৃত্যুবরণ করলে বা সাময়িক বরখাস্ত হলে বা চাকরি থেকে অব্যহতি পেলে উপপরিচালকের কাছে জানাতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।

সাম্প্রতিক দেশকালের পাঠকদের জন্য সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা তুলে ধরা হল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh