কানাডা ডিসেম্বরেই পাচ্ছে ফাইজারের ভ্যাকসিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০২:০৫ পিএম

জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো

ফাইজার ও তার অংশীদার বায়োএনটেক ডিসেম্বরেই তাদের করোনাভাইরাসের টিকার প্রথম চালান কানাডা পাঠাবে। আগামী সপ্তাহেই দেশটি ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচের দুই লাখ ৪৯ হাজার ডোজ পাবে। 

আর নিয়ন্ত্রকদের অনুমোদন চূড়ান্ত হলে আগামী সপ্তাহ থেকেই করোনার টিকাদান শুরু করতে যাচ্ছে কানাডা। আর তারপরই অগ্রাধিকার ভিত্তিতে মানুষ টিকাদান শুরু করতে পারবে। 

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল সোমবার (৭ ডিসেম্বর) এ ঘোষণা দেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকার আগাম সরবরাহের বিষয়ে ফাইজারের সাথে আমাদের সমঝোতা হয়েছে। এখন এ মাসেই ফাইজার ২ লাখ ৪৯ হাজার ডোজ টিকা সরবরাহ করবে। প্রথম চালান আগামী সপ্তাহেই এসে পৌঁছাবে।

তিনি আরো বলেন, আগামী বছর থেকে ব্যাপক আকারে উৎপাদন শুরু হবে। টিকার আরো লাখ লাখ ডোজ ২০২১ সালের মধ্যে আসতে থাকবে। তবে আমরা এই ২ লাখ ৪৯ হাজার ডোজ এই ডিসেম্বরেই পাবো। আর সবচেয়ে স্পর্শকাতর জনগোষ্ঠীর ওপর প্রয়োগ শুরু করতে পারবো। -এএফপি


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh