সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৮:১১ পিএম

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে মো. বেল্লাল হোসেনকে (৩৭) সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর গ্রামের মো. ফজল হক প্রামাণিকের মেয়ে মোছা. বিলকিছ খাতুনের (২৭) সাথে বেলকুচি থানার মামুদপুর গ্রামের ঘটক জয়নাল আবেদীনের ছেলে মো. বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। ২০১৪ সালের ১৪ মার্চ সন্ধ্যায় বিলকিছের সাথে বেল্লালের ঝগড়া হয়। পরে বেল্লাল হোসেন মধ্যরাতে তার স্ত্রী বিলকিছ খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরবর্তীতে বিলকিছ খাতুনের ভাই বাদী হয়ে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১৫ জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ রায় ঘোষণা করে আসামি মো. বেল্লাল হোসেনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম ফেরদৌস ওয়াহিদ সুমন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh