প্রাথমিকের কর্মীদের মামলার তথ্য চেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ১০:২০ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদফতরের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এবং নিম্ন আদালতে মামলা থাকলে তা দ্রুত জানানোর নির্দেশ দিয়েছেন সরকার। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে নাম পদবি এবং কোনো ধরনের মামলা, তা ছক অনুযায়ী পাঠাতে নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর এই সংক্রান্ত আদেশ জারি করে। প্রাথমিকের বিভাগীয় উপ-পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের নামে কোনো ফৌজদারি মামলা, দুদকে এবং নিম্ন আদালতে চলমান আছে কি না, তা আগমী ১৭ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট মেইল এড্রেসে পাঠানোর অনুরোধ রইলো।

ছক অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি জন্ম তারিখ, অবসর নেয়ার তারিখ, কোন ধরনের মামলা, মামলার নম্বর ও তারিখ উল্লেখ করতে বলা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh