পর্যটকদের জন্য উন্মুক্ত থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৯:২৮ এএম

পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে থাইল্যান্ড। 

সম্প্রতি, নতুন সংশোধিত বিশেষ টুরিস্ট ভিসা (এসটিভি) ও দীর্ঘকালীন কর্মসূচির আওতায় যে কোনো পর্যটককে এই করোনা পরিস্থিতিতেও থাইল্যান্ডের সব জায়গায় ভ্রমণের অনুমতি দিয়েছে থাইল্যান্ড সরকার।

তবে, দেশটির উপ-সরকারের মুখপাত্র রাছদা ধ্নাদিরেক এক বিবৃতিতে জানান, পর্যটকদের থাইল্যান্ডের সব জায়গায় ভ্রমণের অনুমতি দিলেও থাইল্যান্ডে আসার পর তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।

তিনি আরো বলেন, তাদের পর্যটন শিল্পকে ফিরিয়ে আনার জন্যই দেশটির সরকার এই নীতিটি প্রণয়ন করেছে। থাইল্যান্ডের অর্থনীতির একটা বড় অংশ তাদের পর্যটন শিল্পের ওপর নির্ভর করে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh