বিজয়ের মাসে ঘুরে দাঁড়াচ্ছে চলচ্চিত্র

ইফতেখার আলম ফরহাদ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৯:৫০ এএম

গত দেড় মাসে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘সাহসী হিরো আলম’ শিরোনামে দুটি ছবি অল্প কয়েক দিনের জন্য কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও বেশিরভাগ প্রেক্ষাগৃহে এখন পুরনো চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন হল মালিকরা। 

তারা জানিয়েছেন, ২০টিরও অধিক ছবি সেন্সর এ অনুমোদন পেলেও প্রযোজকরা ছবি মুক্তি দিচ্ছেন না। আর প্রযোজকরা বলছেন, করোনাভাইরাসের মধ্যে লোকসানের শঙ্কায় তারা ছবি মুক্তি দিচ্ছেন না; কিন্তু ছবি মুক্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছে অবশেষে তা কাটতে শুরু করেছে। 

আবার অনেকে মনে করছেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও চলচ্চিত্রকে বাঁচাতে হলে নতুন ছবির বিকল্প নেই। আর সে কারণেই কয়েকজন প্রযোজক ঝুঁকি নিয়ে নতুন ছবি মুক্তি দিচ্ছে চলতি মাসে। একের পর এক নতুন ছবি পর্দায় এলেই হয়তো দর্শক খরা কেটে যাবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনেকেই প্রত্যাশা করছেন, বিজয়ের মাসে ঘুরে দাঁড়াতে পারে চলচ্চিত্রশিল্প।

গত মাসে মুক্তি পেয়েছিল ঊনপঞ্চাশ বসন্ত ছবিটি। এ মাসের তালিকার প্রথমেই রয়েছে চয়নিতা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব সুন্দরী’ ছবিটি। এতে অভিনয় করেছেন পরীমনি ও সিয়াম। গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল এ ছবিটি। তবে নানা জটিলতায় মুক্তি পায়নি। প্রথম ছবিটি অবশেষে মুক্তি পাচ্ছে ১১ ডিসেম্বর। সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এ তথ্য জানায়। 

সংস্থাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনো বিদ্যমান। তবে আমরা মনে করি, প্রেক্ষাগৃহ বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের সিনেমাটি মুক্তি দেয়ার সাহস করছি। আশা করছি অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন।’ 

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার প্রথম পরিচালিত ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী। মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গল্প। আশা করছি, সব শ্রেণির দর্শক পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা দেখতে পাবেন।’ 

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে পরী-সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ অনেকে। ছবিটির গান এরই মধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে ৩ কোটিরও বেশি ভিউ পেয়েছে। সিনেমাটি পরিবেশনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া।

‘বিশ্ব সুন্দরী’র সাথে একইদিনে মুক্তি পাচ্ছে অনুদানের পাশাপাশি গণঅর্থায়নে নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি। এর কাহিনী গড়ে উঠেছে একজন ত্যাগী বামপন্থি নেতাকে ঘিরে, যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। এ চলচ্চিত্রে ত্রিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যার ঘটনাগুলো একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে তুলে আনা হবে।

অন্যদিকে, আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি। বেশ কয়েকবার মুক্তির তারিখ দিয়ে শেষ পর্যন্ত তারিখ চূড়ান্ত করেছে এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক অনন্য মামুন অবশ্য এর জন্য করোনাকালকেই দায়ী করেছেন। পরিস্থিতি অনুকূলে না থাকায় নির্ধারিত সময়ে ছবির শুটিং শেষ করতে পারেননি বলে জানিয়েছেন। দুটি গানের শুটিং এখনো বাকি রয়ে গেছে। এদিকে ঘোষিত সময়ে ছবি মুক্তি না পাওয়ায় শাকিবভক্তরাও কিছুটা হতাশ।

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘নবাব এলএলবি’। এটাই চূড়ান্ত তারিখ, জানিয়েছেন পরিচালক। প্রাথমিকভাবে ছবিটি ‘আই থিয়েটার’ নামে সদ্য উন্মুক্ত একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে। এর পর পরিস্থিতি অনুকূলে থাকলে দর্শক সিনেমা হলেও ছবিটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন পরিচালক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh