দক্ষিণ কোরিয়ায় একদিনে সর্বোচ্চ ১ হাজারের বেশি করোনা আক্রান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০২:৪৬ পিএম

দক্ষিণ কোরিয়ায় একদিনে সর্বোচ্চ এক হাজার ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬৬ জন।

চলতি বছরের ২০ জানুয়ারি দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পরে এ পর্যন্ত প্রথম দেশটিতে দৈনিক করোনা সংক্রমণ এক হাজার ছাড়িয়ে গেল।

সিউল ও গিওনগি প্রদেশে ক্ষুদ্র ক্লাস্টার সংক্রমণ ও বিদেশ থেকে আক্রান্ত আসা লোকজনের কারণে ৮ নভেম্বরের পর থেকে ৩৬ দিনে সংক্রমণ তিন অংকের সংখ্যায় বৃদ্ধি পেয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ৩৯৬ জন সিউলের ও ৩২৮ জন গিওনগি প্রদেশের। এদের মধ্যে ২৮ জন বিদেশ থেকে সংক্রমিত হয়ে এসেছে। 

করোনায় নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮০ জন। করোনামুক্ত হওয়ার পরে ৩২১ জনের বেশি কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছে। দেশটিতে করোনামুক্তির হার ৭৪.৩৯ শতাংশ।

দক্ষিণ কোরিয়ায় গত ৩ জানুয়ারির পর থেকে ৩৩ লাখ ৭০ হাজারের বেশি লোকের করোনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ৩২ লাখ ৪১ হাজার ৭০০ জনের করোনা নেগেটিভ পাওয়া গেছে। -এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh