টিকা নিলে মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে: বলসোনারো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০২:৪৩ পিএম

প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ফাইল ছবি

প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ফাইল ছবি

করোনাভাইরাসের টিকা নিলে মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে বা নারীর দাড়ি গজাতে পারে, পুরুষকণ্ঠ পরিণত হতে পারে নারীকণ্ঠেও বলে বিদ্রুপ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। 

শুরু থেকেই এ ভাইরাসকে গুরুত্ব দেননি বলসোনারো। তিনি এটিকে সামান্য ফ্লু (সাধারণ জ্বর-সর্দি) বলে আখ্যায়িত করেছেন। এ সপ্তাহে তিনি টিকা নেবেন না বলে জানিয়েছেন।

গত বৃহস্পতিবার বলসোনারো বলেছেন, ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো দায় আমরা নেব না। টিকা নিলে যদি কেউ কুমিরে রূপান্তরিত হয়, তাহলে সেটা তার সমস্যা। টিকা নেয়ার পর যদি কেউ তুমি অতিমানব হয়ে যায়, যদি নারীর দাড়ি গজাতে শুরু করে অথবা পুরুষ নারীদের গলায় কথা বলতে শুরু করে, তাহলে কিছু করার থাকবে না।

গত বুধবার টিকাদান কর্মসূচি শুরুর সময় তিনি বলেন, টিকা বিনামূল্যে পাওয়া যাবে। তবে এটা বাধ্যতামূলক নয়।

এর পরদিনই ব্রাজিলের সুপ্রিম কোর্ট টিকা বাধ্যতামূলক বলে রুল জারি করেন। দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, টিকা নিতে মানুষকে জোর করা যাবে না। জনসমাগমস্থলে টিকা না নেয়া মানুষের প্রবেশে বাধা দিতে পারবে।

ব্রাজিলে ৭১ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh