বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ৩টি কুমির অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৩:৫৯ পিএম

ছবি: ইউএনবি

ছবি: ইউএনবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতশবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে তিনটি কুমির অবমুক্ত করা হয়েছে।

আজ রবিবার (২০ ডিসেম্বর) সকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন সুন্দরবন পূর্ব বিভাগের করমজল খালে কুমিরগুলো অবমুক্ত করেন।

বন বিভাগ জানায়, সুন্দরবনের খালে অবমুক্ত করা লবণ পানির ওই কুমির তিনটি করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে জন্ম নিয়েছে। কুমির তিনটির বয়স তিন বছর। এর মধ্যে দুইটি নারী ও একটি পুরুষ প্রজাতির।

এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের নদী-খালে ৯০টি লবণ পানির কুমির ও ১০টি বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ ছাড়া হবে। এর মধ্যে দুই দফায় ছয়টি কুমির অবমুক্ত করা হয়েছে। এসব কুমির ও কচ্ছপ সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে জন্ম নিয়েছে।

যুগ্ম সচিব মো. আব্দুর রাজ্জাক, উপসচিব  এ এস এম ফেরদৌস, বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন এসময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ নভেম্বর সুন্দরবনের হারবারিয়া এলাকায় তিনটি কুমির অবমুক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh