২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুম চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৫:২১ পিএম

ছবি: পিআইডি

ছবি: পিআইডি

আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে পার্বত্য তিন জেলা ছাড়া সারাদেশের রেকর্ড রুমকে ডিজিটাল রেকর্ড রুম হিসেবে চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (২৩ ডিসেম্বর) নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার যেসব জেলায় ডিজিটাল রেকর্ড রুম উদ্বোধন করা হয়েছে সেগুলো হচ্ছে- ঢাকা, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর ও সিরাজগঞ্জ।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ডিজিটাল রেকর্ড রুম ব্যবস্থায় অনলাইনে আবেদন এবং অনলাইনে ফি দেয়ার মাধ্যমে নির্ধারিত সময় ও স্থান থেকে খতিয়ানের সার্টিফায়েড কপি নেয়া যাবে। চট্টগ্রাম, রংপুর, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ জেলার রেকর্ডরুমের পাইলটিং সফলভাবে বাস্তবায়ন হওয়ায় এবং নাগরিকের ব্যাপক সাড়া পাওয়ায় আজ ২১ জেলার রেকর্ডরুমের সার্টিফায়েড খতিয়ান দেয়ার কার্যক্রমটি ডিজিটাল পদ্ধতিতে চালু করা হয়েছে। এখন থেকে এই জেলাগুলোতে সব ধরনের ম্যানুয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

মন্ত্রী বলেন, সারাদেশে এখন পর্যন্ত তিন কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ১১৩টি খতিয়ান অনলাইনে চূড়ান্তভাবে উন্মুক্ত করা হয়েছে। ই-পর্চা, ল্যান্ড, ডিএলএসআর, মিনল্যান্ড এই চারটি ওয়েবসাইট বা জাতীয় তথ্য বাতায়নের সব জেলা বাতায়নের ওয়েবসাইট থেকে নাগরিক অনলাইনে এই সেবাটি দেয়া হচ্ছে। ডিজিটাল রেকর্ড রুম কার্যক্রমের ভেন্ডর হিসেবে কারিগরি সহায়তা করেছে সফট বিডি লিমিটেড।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh