ভোলায় ২১ দোকান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:২২ পিএম

ভোলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২১টি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইলিশা জংশন বাজারের নৌ পুলিশ ফাঁড়ির পাশে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তের মধ্যে চারপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ভোলা স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, তাদের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh