শ্রীমঙ্গলে ‘পটকা মাছ খেয়ে’ বউ-শাশুড়ির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৪:০৭ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও একই ঘটনায় ওই বাড়ির এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম ( ৪০) ও তার পুত্রবধূ নুরুননাহার (২৫)। এছাড়াও নুরুন্নাহারের ছেলে নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় রাতেই সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের এএসপি আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার বিষাক্ত পটকা মাছ খেয়ে মৃত গৃহবধূ ও শাশুড়ির লাশ ময়না۔তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh