মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে আনতে পাবনায় ব্যতিক্রমী উদ্যোগ

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৬:৪৯ পিএম

মাদকাসক্ত বন্দিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কারা কর্তৃপক্ষের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সমাজ সেবা বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান অপরাধী সংশোধন পুনর্বাসন সংস্থা। তারা একেকজন বন্দিকে একটি করে রিকশা প্রদান করে তাদের সমাজে পুনর্বাসনের কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে মুক্তি পাওয়া পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দর গ্রামের বন্দি সুমন আলীকে একটি নতুন রিকশা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহেদ নেওয়াজ, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক রাশেদ কবীর, জেল সুপার শাহ আলম খান, সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার মো. শায়েখ ইবনে পল্লব।

এ বিষয়ে সমাজসেবা কর্তৃপক্ষ জানান, পাবনা কারাগার থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় সাতজন বন্দিকে পর্যায়ক্রমে রিকশা প্রদান করে পুনর্বাসন করা হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh