ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট, ধরা পড়লেন ইভটিজার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩৯ পিএম

চট্টগ্রামে সাধারণ মানুষের ছদ্মবেশ ধরে মো. রাসেল নামের এক উত্ত্যক্তকারীকে আটক করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে নগরের খুলশী থানার ঢেভারপাড়ের কুসুমবাগ আবাসিক এলাকা থেকে রাসেলকে আটক করা হয়।

দণ্ডিদ মো. রাসেল (২৫) নগরীর খুলশী থানার ঢেবারপাড়ের কুসুমবাগ আবাসিক এলাকার  বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, স্কুল-কলেজ বা কর্মক্ষেত্রে যাওয়া আসার সময় অনেক নারী ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়, কর্মক্ষেত্রে যাওয়া আসার সময় এক নারীকে প্রতিনিয়ত ইভটিজিং করে আসছিলেন রাসেল। ইভটিজিং করা অবস্থায় রাসেলকে হাতেনাতে আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh