দ. কোরিয়ায় করোনার নতুন ধরণে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১১:৪৯ এএম

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরণের করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী এবার দক্ষিণ কোরিয়ায় শনাক্ত হয়েছে।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা আজ সোমবার (২৮ ডিসেম্বর) জানিয়েছে, গত ২২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় আগত একটি পরিবারের তিন সদস্যের মধ্যে নতুন ধরণের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

নতুন ধরনের ভাইরাস থেকে রক্ষা পেতে ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভ্রমণ নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া। এই নিষেধাজ্ঞা শুরুর একদিন আগেই তারা দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে। নতুন ভাইরাস শনাক্ত হওয়া ওই তিন ব্যক্তি কোয়ারেন্টিনে আছেন।

আজ কোরিয়ায় নতুন করে ৮০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৮০ জনে। দেশটিতে মোট মারা গেছেন ৮১৯ জন। 

টানা দ্বিতীয় দিনের মতো দক্ষিণ কোরিয়ায় একদিনে শনাক্ত রোগী এক হাজারের নিচে নেমে এসেছে। বড়দিনে দেশটিতে এক হাজার ২৪১ জনের করোনা শানাক্ত হয়। যা মহামারি শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ। এছাড়া শনিবার এক হাজার ১৩২ জনের করোনা শনাক্ত হয়। -ইউএনবি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh