নিউইয়র্কে দেয়াল ভেঙে বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০১:১৯ পিএম

জসিম উদ্দিন

জসিম উদ্দিন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ভবনের কাজের সময় দেয়াল ভেঙে জসিম উদ্দিন (৪১) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নিউইয়র্কের ব্রুকলিনে এ ঘটনা ঘটে। 

এসময় আশরাফুল হাসান নামে আরো এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে নিকটস্থ এনওয়াইইউ ল্যাঙ্গন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনের নির্মাণ শ্রমিকদের সুত্রে জানা যায়, ব্রুকলিনের ৪ ও ৫ অ্যাভিনিউ ও ৪২ স্ট্রিটের সানসেড পার্কের ৪৫০ নম্বর বাড়ির পিছনের বেসমেন্টে একটি প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানির হয়ে কাজ করছিলেন জসিম, আশরাফুলসহ কয়েকজন শ্রমিক। আনুমানিক দুপুর ২টার দিকে ইটের দেয়াল ভেঙে পড়লে এতে চাপা পড়েন তারা।

এতে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। গুরুতর আহত আশরাফুলকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে দেয়াল ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করছে স্থানীয় পুলিশ।

জসিম প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্রে আসেন। জসিমের গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ভানুয়ায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh