বিদ্যুতের অপচয়

নাহারুল আলম শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ০৯:০৯ এএম

শীতকালে ব্যাডমিন্টন খেলা খুব জনপ্রিয় হয়ে ওঠে। মফস্বল-শহর সবখানেই ব্যাডমিন্টন উৎসব দেখা যায়। কিশোর থেকে শুরু করে পূর্ণ বয়স্ক কেউই বাদ থাকে না এ খেলা থেকে। বিশেষ করে, যুবকরা এ খেলার আয়োজন করে থাকে। যুবকদের ক্রীড়ানুরাগ সত্যিই প্রশংসনীয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, অধিকাংশ ব্যাডমিন্টন খেলা রাতে হওয়াতে অনেকেই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিচ্ছে। যার ফলে সারা দেশে প্রতিদিন লাখ লাখ কিলোওয়াট বিদ্যুৎ অপচয় হচ্ছে। যদিও আইনে অবৈধ বিদ্যুৎ সংযোগ দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের প্রয়োগ না থাকায় অবৈধ সংযোগ বেড়েই চলেছে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিদ্যুৎ অপচয় রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh