ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৩

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১০:৩২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। তারা প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) ভোরে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আগুনে তিনজনের মৃত্যু হয়। 

খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রাইভেটকার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, খবর পেয়ে টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ঝলসে যাওয়ায় নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh