নতুন রূপে দেখতে চাই নতুন বছর

মো. আরিফুল ইসলাম শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৮:৫৯ এএম

৩৬৫ দিন পার হলেই একটি বছর শেষ হয়ে যায় না—সঙ্গে থাকে সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কত স্মৃতি। ২০২০ সাল ছিলো অন্য বছরগুলোর চাইতে ভিন্ন। এর কারণ করোনা মহামারি নামে এক অদৃশ্য আতঙ্ক। লকডাউন শব্দটা এখন অনেকের জানা। যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি অভিধান কলিনস ডিকশনারির হিসেবে ২০২০-এ বর্ষসেরা শব্দ ‘লকডাউন’। জীবনের সবচেয়ে ব্যতিক্রমি বছর গত হওয়া বছর।

একটার শুরু মানেই আরেকটার শেষ। আজ থেকেই শুরু হলো নতুন বছর ২০২১। এই বছরে সবার প্রধান চাওয়া—করোনামুক্ত এক নতুন পৃথিবী। নতুন আশা ও কর্ম প্রেরণা। পুরোনো অভিজ্ঞতার আলোকে এগিয়ে যাওয়া। যার যার অবস্থান থেকে জীবনকে অর্থবহ করার আহ্বান। নতুন বছরে আমাদের সবার জীবন আনন্দময় হোক—সেই প্রত্যাশা।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh