ভারত ভ্যাকসিনের অনুমোদন দেয়ায় আমাদের পথ খুলেছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ১১:১৫ পিএম

ভারত ভ্যাকসিনের অনুমোদন দেয়ায় বাংলাদেশের ভ্যাকসিন পাওয়ার পথ খুলে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিজয় মেলা মাঠে মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, গত পরশুদিন ইংল্যান্ড অনুমোদন দিয়েছে এই ভ্যাকসিন ব্যবহার করার জন্য এবং আজকে ভারত অনুমোদন দিয়েছে তাদের দেশে ভ্যাকসিন ব্যবহারের জন্য। এতে আমাদের পথ খুলে গেলো। আমরা দ্রুতসময়ের মধ্যেই ভ্যাকসিন পেয়ে যাব। তবে ভ্যাকসিন পেলেই যে করোনা চলে যাবে, তা নয়। সকলকে মাস্ক পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিএনপির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের পৌর নির্বাচনেও বিএপিকে প্রত্যাখান করেছে ভোটাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণেই মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই ভোট শুধু নৌকার বিজয় নয়, এটি উন্নয়নের বিজয়।

বিএনপিসহ অনেকেই নিরাপদে ঘরে বসে শুধু সমালোচনা করতে পারে দাবি করে জাহিদ মালেক বলেন, কিন্তু দেশের করোনা ক্রান্তিকালে তাদেরকে মানুষের পাশে দেখা যায়নি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। যে কারণে দেশের অর্থনীতির সূচক অনেক ভালো রয়েছে।

পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh