সড়ক দুর্ঘটনা চাই না

মো. তারিফ হাসনাইন রাকিব শিক্ষার্থী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ এএম

মাদারীপুর জেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট ও বিদ্যাবাগীশ সংযোগ সড়কের অটোস্ট্যান্ড মোড় এলাকায় কয়েকদিন পরপরই ঘটে সড়ক দুর্ঘটনা। মোড় এলাকাটিতে দুদিক থেকে দুটি রাস্তা মিলিত হলেও মোড় হিসেবে এবং সেখানে যানবহন বাঁক নেয়ার জন্য জায়গা অপ্রতুল এবং সেখানে স্থানীয় স্কুল, কলেজ ও একটি হাট থাকা সত্ত্বেও দ্রুতগতির যানবাহনের গতি নিরোধকের ব্যবস্থা নেই। পাশাপাশি মোড় এলাকা কিংবা এর আশেপাশে অটোরিকশা, ভ্যান ও অন্যান্য স্থানীয় গাড়ি রাখার সুব্যবস্থা না থাকায় মোড়ের দুই ধারে এবং যত্রতত্র গাড়ি রাখায় রাস্তা ও মোড়ের প্রশস্ততা আরো সংকুচিত হয়ে যায়। ফলস্বরূপ ঘটে ভয়ানক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার কবলে পড়ে অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নেয়, না হয় চিরবিদায়। এ অবস্থায়, খোয়াজপুর টেকেরহাট এলাকায় অটোরিকশা, ভ্যান ও অন্যান্য গাড়ি রাখার সুব্যবস্থাসহ মোড় এলাকাটি সংস্কারে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh