দুই সপ্তাহ পর ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু সৌদির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ১০:৫৯ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২১, ১১:০০ এএম

করোনাভাইরাসের নতুন ধরণের সংক্রমণ রুখতে দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিল সৌদি আরব। সেই অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। 

আজ রবিবার (৩ জানুয়ারি) থেকে সাগর, স্থল ও আকাশপথে ফের দেশটিতে প্রবেশ করা যাবে বলে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে।

স্থানীয় সময় আজ সকাল ১১টা থেকে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে।

তবে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও করোনাজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh