টকশো সঞ্চালক ল্যারি কিং করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ১২:০৮ পিএম

ল্যারি কিং

ল্যারি কিং

সিএনএনের সাবেক সাংবাদিক ও কিংবদন্তি টকশো সঞ্চালক ল্যারি কিং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিএনএন গতকাল শনিবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

৮৭ বছর বয়সী ল্যারি কিং এক সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন। তার টাইপ ২ ডায়াবেটিস রয়েছে, তার বেশ কয়েকবার হার্ট অ্যাটাকও হয়েছিল ও ১৯৮৭ সালে তার বাইপাস সার্জারি হয়।

২০১৭ সালে ল্যারির ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। সে সময় তার অপারেশন হয়েছিল। নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি দাতব্য প্রতিষ্ঠান ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন গড়ে তুলেছেন।

তিনি ২৫ বছর সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন। সে সময় তার অনুষ্ঠানের প্রেসিডেন্ট প্রার্থী, তারকা ও খেলোয়াড়সহ স্বনামধন্য ব্যক্তিরা যোগ দিতেন। অনুষ্ঠানটির ৬ হাজারেরও বেশি পর্বের পর ২০১০ সালে ল্যারি কিং অবসর নেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh