ভারতে শ্মশানঘাটের ছাদ ভেঙে ১৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ১০:৪২ পিএম

ভারতের উত্তর প্রদেশে শ্মশানঘাটের ছাদ ভেঙে চাপা পড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। চাপা পড়া ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে আরো অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এক বৃদ্ধের লাশ দাহ করার সময় শ্মশানঘাটে এ ঘটনা ঘটে। রবিবার গাজিয়াবাদের মুরাগনগরের একটি শ্মশানঘাটে এ হতাহতের ঘটনা ঘটে।

মেরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম বলেন, ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের মৃতদেহ ও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয়রা জানান, শ্মশানঘাটে মৃতদেহ দাহ করতে অনন্ত শতাধিক মানুষ উপস্থিত ছিলো। এখনো ধ্বংসস্তূপের নিচে ৪০ জনের মতো চাপা পড়ে আছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh