যুক্তরাষ্ট্রে করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ১১:১৭ এএম

আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মান্নান (৭৯) আরো এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। 

স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) সকালে আপল্যান্ডের সান অ্যান্টোনিও রিজিওনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকস (আবেয়া) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামশেদ হায়দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মান্নান দীর্ঘ ২২ বছর ধরে লস এঞ্জেলেসে বসবাস করছেন। লস অ্যাঞ্জেলেস সংলগ্ন সান বার্নার্ডিনো কাউন্টির ওন্টারিও সিটির বাসিন্দা ছিলেন তিনি। করোনা আক্রান্তের পর গত দুই সপ্তাহ আগে তিনি সান অ্যান্টোনিও রিজিওনাল হাসপাতালে ভর্তি হন। 

তার দেশের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। বাংলাদেশে তিনি সমবায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বাফলা) পরিবারসহ লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নেতারা।

মান্নানের মৃত্যুতে লস অ্যাঞ্জেলেসে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সংখ্যা আটজনে। এখনো প্রায় ২০ জন প্রবাসী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ও তিনজন ভেন্টিলেশনে আছেন বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh