২১ ঘন্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিলো বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ১২:৪৩ পিএম

ধরে নিয়ে যাওয়ার ২১ ঘন্টা পর এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

গত শনিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া উপজেলার শিবনগর সীমান্ত এলাকা থেকে দুলাল মিয়া (২০) নামের ওই যুবককে বিএসএফ ধরে নিয়ে যায়।

পরে গতকাল রবিবার (৩ জানুয়ারি) তাকে ফেরত দেয় বিএসএফ। দুলাল উপজেলার মিনারকোট গ্রামের মৃত সানু মিয়ার ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, দুলাল ২০২৬/৬ এস সীমান্ত পিলার বরাবর দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে টহলরত বিএসএফ  সদস্যরা তাকে আটক করে। পরে বিএসএফ বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অবগত করে। এরপর গতকাল দুপুর ১টার দিকে বিষয়টি নিয়ে শিবনগর সীমান্ত এলাকায় দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ সদস্যরা দুলালকে বিজিবির কাছে হস্তান্তর করে। 

রাতে বিজিবি সদস্যরা মামলাসহ তাকে থানা পুলিশের কাছে সপোর্দ করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh