দেশে ফিরতে পারবেন অবৈধ সৌদি প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ১১:৪৪ এএম

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা যেকোনো সময় দেশে ফিরতে পারবেন। ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দ্রুত দূতাবাসে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে যারা এরই মধ্যে অবৈধ হয়ে গিয়েছেন, তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে। 

সৌদি লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তাদের সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। 

এদিকে সৌদি কর্তৃপক্ষ যেকোনো সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে বলেও জানানো হয়। তাই সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের যতো দ্রুত সম্ভব বাংলাদেশ দূতাবাস/বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল বরাবর আবেদন করার জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh