শরণখোলায় ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৬:১৪ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২১, ০৬:১৫ পিএম

বাগেরহাটের শরণখোলায় ৫৩২ পিস ইয়াবাসহ মো. খোকন তালুকদার (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক মো. খোকন তালুকদার উত্তর কদমতলা গ্রামের শাহজাহান হোসেন তালুকদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বাগেরহাট কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বলেন, খোকন তালুকদার দীর্ঘদিন ধরে মাদকের কারবারের সাথ জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। ওই সময় তার শরীর ও ঘরে তল্লাশি চালিয়ে ৫৩২ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে খোকন তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তাকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh