গাজীপুরে অস্ত্র-গুলিসহ আটক ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৭:১৯ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২১, ০৯:৫৭ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১) একটি দল।

বুধবার (৬ জানুয়ারি) উপজেলার নয়নপুরের দক্ষিণ ধনুয়ার হাজী সিরাজ মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের ভালুকার জামিরদীয়া মাস্টার বাড়ি এলাকার  শফি উদ্দিনের ছেলে আল ইমরান (২৫), কক্সবাজার সদর উপজেলার পেশকাপাগার এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম বাপ্পি (২৯) এবং জিএমপি সদর থানার পশ্চিম জয়দেবপুরের সেলিম চৌধুরীর মেয়ে শান্তা ইসলাম সাথী (৩৫)।



র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের দখল থাকা একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট এনে গাজীপুর ও পার্শ্ববর্তী জেলায় বিক্রি করছিলেন। এছাড়া বিদেশি রিভলবার দিয়ে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করে আসছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh