সরকার টিকা নিয়ে তেলেসমাতি করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৩:১২ পিএম

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

করোনাভাইরাসের টিকা নিয়ে সরকার তেলেসমাতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলছেন করোনা টিকার বিষয়ে ভারতের সরকারের সাথে জিটুজি চুক্তি হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলছেন আরেক কথা।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেন্টার ফর ন্যাশনালিস্ট রিসার্চের উদ্যোগে ‘ফেলানী ও সীমান্ত হত্যা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সর্বশেষ একনেক বৈঠকে মোটা অংকের টাকা ছাড় করেছে। এই টাকা ভাগাভাগি হবে। অনেকের পকেটে যাবে। দেশের জনগণকে বিপদের মধ্যে ফেলে প্রধানমন্ত্রী গণভবনে সুরক্ষায় রয়েছেন। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সভাপতির বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর হেলাল।

এরআগে গতকাল বুধবারও (৬ জানুয়ারি) রিজভী বলেছিলেন, সরকারের স্বাস্থ্য সচিব বলছেন সরকার টু সরকার চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে টিকা কিনবে। অপরদিকে বেক্সিমকো বলছে সরকারের সাথে চুক্তি হয়নি। এটা বাণিজ্যিক চুক্তি। এটা অত্যন্ত দুঃখজনক। একদিকে দেশে চিকিৎসা নেই, করোনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। অপরদিকে টিকা নিয়ে সরকারের এই তেলেসমাতি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh