যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ১০:১৬ এএম

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে মুস্তাফিজুর রহমান নামে এক বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) কানেকটিকাটের হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

করোনা সংক্রমণের পর থেকে এক মাস তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা নিশ্চিত করেছেন। 

মুস্তাফিজুর দীর্ঘদিন ধরে কানেকটিকাটের সাউথ উইন্ডজোর শহরে বসবাস করতেন। তিনি হার্টফোর্ড হাসপাতাল ও ইস্ট হার্টফোর্ডের সাফা মেডিক‌্যাল সেন্টারে কর্মরত ছিলেন। তিনি লন্ডন থেকে মেম্বারশিপ অব দ্য রয়াল কলেজেস অব ফিজিশিয়ান্স (এমআরসিপি) ডিগ্রি ও যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। 

তার দেশের বাড়ি ময়মনসিংহে। আজ শনিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টায় কানেকটিকাটের ইনফিল্ডের মুসলিম কবরস্থান মাঠে নামাজে জানাজা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh