ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ১০:৫৭ পিএম

ইন্দোনেশিয়ায় ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।

আল জাজিরার খবরে জানানো হয়, রবিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাদিত্য জাতি এ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

রাদিত্য জাতি জানিয়েছেন, পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ব্যাপক বর্ষণের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে দমকল বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ ভূমিধসের কারণে হয়ে গেছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারি সরঞ্জাম যান চলাচলের প্রতিবন্ধকতাগুলো অপসারণের চেষ্টা করছে তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh