ফেসবুকে থাকছে না ‘লাইক’ বাটন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০৮:৫৮ এএম

নতুন বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুক্ত হয়েছে নতুন কিছু নিয়ম। এবার ফেসবুকের নতুন ব্যবহার সুবিধায় পাবলিক পেজে লাইক দেয়ার কোনো বাটন থাকবে না। সম্প্রতি, এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে যেভাবে বিভিন্ন তারকা, শিল্পী, অভিনেত্রী, ব্যবসায়ীক পেজে লাইক দেয়ার মাধ্যমে তাদের পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়, ফেসবুক নতুন করে সাজানোর পর সেই সুযোগ থাকছে না আর। তবে এমন অবস্থায় যিনি যে পেজের ফলোয়ার তিনি সেই পেজে লাইক দেয়া না থাকার পরও সেই পেজের নিয়মিত হালনাগাদ তথ্য পাবেন।

এখন থেকে শুধুমাত্র ফেসবুকের পাবলিক পেজে কেবলমাত্র ফলোয়ার সংখ্যা দেখতে পারবেন ব্যবহারকারীরা। সকলেই নিউজ ফিডে নিজের মতামত জানাতে পারবেন। আর তারকারা সেখানেই যোগাযোগ করতে পারবেন ভক্তদের সঙ্গে।

ফেসবুক কর্তৃপক্ষ নতুন এ ব্যবহারবিধি নিয়ে বলছে, লাইক বাটন সরিয়ে দিচ্ছি আমরা। ফলোয়ারদের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা যেন প্রিয় পেজগুলোর সঙ্গে আরো দ্রুত এবং সহজে যোগাযোগ বজায় রাখতে পারেন সেই উদ্দেশ্যে এমন পরিবর্তন আনা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh