ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত্যের সংখ্যা বেড়ে ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১২:০৪ পিএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২১, ১২:৪২ পিএম

ইন্দোনেশিয়ায় ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

স্থানীয় সময় গতকাল রবিবার হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র। 

তিনি জানান, জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ব্যাপক বর্ষণের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে দমকল বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। 

ভূমিধসে স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শনিবার ৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি অভ্যন্তরীণ বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়। এর মধ্যেই ভূমিধসে হতাহতের ঘটনা মানুষকে আরও শোকাহত করে তুলেছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh