গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চার সিনেমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১২:২৬ পিএম

ভারতের গোয়া প্রদেশে আয়োজিত চলচ্চিত্র উৎসবে এবার ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। এবার উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশি চার সিনেমা। 

আজ সোমবার (১১ জানুয়ারি) নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

সিনেমাগুলো হলো- পরিচালক তানভীর মোকাম্মেলের ‘জীবন-ঢুলি’ এবং পরিচালক জাহিদুর রহমান অঞ্জনের ‘মেঘমল্লার’। সিনেমা দুটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে। এছাড়াও থাকছে ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং ‘সিনসিয়ারলি ইউরস, ঢাকা’ সিনেমা। এ সিনেমাটি বাংলাদেশ থেকে অস্কারের দৌঁড়েও এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, সাধারণত নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হয়ে থাকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু এবার মহামারি করোনাভাইরাসের জন্য পিছিয়েছে অনুষ্ঠানটি। আগামী ১৬ জানুয়ারি থেকে এই উৎসব শুরু হয়ে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh