মরা গরুর মাংস বিক্রির অভিযোগে একজন আটক

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০৯:১৬ পিএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২১, ০৯:২৫ পিএম

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সখিপুর থানাধীন ডিএমখালি বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে মোহন কসাই (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির বাড়ি সখিপুর ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে।

স্থানীয় লোকজন জানায়, হয়তো গোশত বিক্রেতা মোহন কসাই খুব অল্প দামে অসুস্থ হয়ে মরে যাওয়া একটি গরু ক্রয় করেন। পরে সোমবার (১১ জানুয়ারি) সকালে ডিএমখালি বাজারে মাংস বিক্রি করতে আসলে স্থানীয়রা সখিপুর থানা পুলিশকে জানান। দুপুর ১২টার দিকে পুলিশ মরা গরুর মাংস বিক্রির অভিযোগে মোহন কসাইকে আটক করে।
 
সখিপুর থানার (এসআই) আতিউর রহমান জানান, স্থানীয়দের তথ্যে একজনকে আটক করা হয়েছে। তবে মরা গরুর বিষয়ে এখনো প্রমাণ পাওয়া যায়নি। মাংস পরীক্ষা করার জন্য ভেদরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ জানান, মরা গরুর মাংস কি না, তা শনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh