ফসলি জমি থেকে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৯:৪৮ এএম

ছবি: মাদারীপুর প্রতিনিধি

ছবি: মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় খান ব্রিক্স ও এআরজি ব্রিক্স নামে দুটি ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আবু জাহের গতকাল সোমবার (১১ জানুয়ারি) এই দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুরের বিভিন্ন ইটভাটায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করছে। এতে করে কমে যাচ্ছে ফসলি জমি। ইটভাটা নিয়ন্ত্রণ আইন মোতাবেক ফসলি জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। এই নিষেদ্ধাজ্ঞা অমান্য করায় এআরজি ব্রিক্সকে এক লাখ ও খান ব্রিক্সকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়াও আগামীতে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ভাটা মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের বলেন, দুটি ইট ভাটায় ইট তৈরির জন্য ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছিল। বিকেলে ওই ইট ভাটা দুটিতে গিয়ে ফসলি জমি থেকে ইট ভাটার জন্য মাটি কাটার সত্যতা পাওয়ায় দুটি ইট ভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh